স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ অপারেশন্স এর অর্থায়নে গতকাল সকাল ১০টায় বগুড়ার ঠেঙ্গামারায় এক হাজার জন অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বগুড়ার জোবেদা ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় । জোবেদা ফাউন্ডেশন স্বাস্থ্য, শিা ও দুর্গত মানুষের কল্যানে কাজ করে আসছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোবেদা ফাউন্ডেশন এর সহ-সভাপতি আয়শা বেগম, সহ-সভাপতি রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক খন্দকার সহিদুল ইসলাম খান, উচ্চারন একাডেমি’র পরিচালক এ্যাডঃ পলাশ খন্দকার প্রমখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।