logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:০১
শিবগঞ্জে ছোট ভাইকে গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতন আটক ৩
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে ছোট ভাইকে গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতন আটক ৩

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির জায়গা নিয়ে ভাই কর্তৃক ভাইকে গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ ভাইকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 

জানা যায়, পৌর এলাকার তেঘরী গ্রামের মৃত: মফিজ উদ্দিনের মৃত্যুর পর থেকে বসত বাড়ির ২৭ শতক জায়গা নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেড় ধরে সোমবার সকালে ছোট ভাই মিলন বাঁশের বেড়া দিতে তার সীমানা নির্ধারণ করতে গেলে অপর সহদর ভাই জাহিদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম তাকে বাধা প্রদান করে ও বাক বিতন্ডা ও সংঘর্ষে জড়িয়ে পরে । এক পর্যায়ে ৩ ভাই একত্রিত হয়ে ছোট ভাই মিলনকে আম গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতন করে। এ ঘটনায় মা জামিলা বেওয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ও তিন ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। 

এব্যাপারে বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, ছোট ভাই মিলন একজন মাদক সেবনকারী। সে যেকোন সময় মারপিটসহ খুন জখমের ঘটনা ঘটাতে পারে। সেজন্য তাকে আম গাছের সাথে হাত, পা বেঁধে রাখা হয়েছে 

এবিষয়ে মা জামিলা বেওয়া বলেন, বাড়ির পার্শ্বে ফাঁকা জায়গায় মিলন বেড়া দিতে গেলে আমার বড় দুই ছেলে তাকে বাধা প্রদান করে ও ছোট ছেলেকে আম গাছের সাথে হাত পা বেঁধে রেখে নির্যাতন করে। 

থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, মায়ের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে তিন ভাইকে আটক করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।