logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২২:৪৫
সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা তারুণ্যের জয়গান অনুষ্ঠিত হয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. জিকরুল হক হলের খেলার প্রতিষ্ঠানটির মাঠে সাংস্কৃতিক দল ওই বর্ণাঢ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা সিটি ইউনিভার্সিটির ্্্্্উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।

বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল  মো. সানোয়ার উদ্দিন (অবঃ),রেজিস্ট্রার লে. কর্নেল মো. নাঈম (অবঃ), ট্রেজারার (অতিরিক্ত দায়িত্ব)  ড. মো. শাহ আলমসহ বিভিন্ন বিভাগের প্রধান,ডীনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।

তারুণ্যের জয়গান শিরোনামে অনুষ্ঠানটি শুরু হয় থিম সংয়ের মধ্যদিয়ে। এরপর কবিতা আবৃত্তি, নৃত্য, মুখাভিনয়, সংগীত, নাটক, র‌্যাম শো উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সে সব পরিবেশন করেন।

এদিকে, নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস বর্ণিল আলোক সজ্জায় সুসজ্জিত করা হয়।
প্রসঙ্গত, গত ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।