আপডেট : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ২৩:২৪
বগুড়ার পুলিশ প্লাজায় ব্লু ড্রিমের শাখা উদ্বোধন করলেন পুলিশ সুপার
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় তৈরি পোশাকের প্রতিষ্ঠান ব্লু ড্রিমের নতুন শাখার উদ্বোধন হয়েছে। রোববার বগুড়ার পুলিশ প্লাজায় এই শাখার উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী।
রোববার সন্ধ্যায় পুলিশ সুপার ফিতা ও কেক কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন। এসময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে স্নিগ্ধ আখতার ও মোতাহার হোসেন, যমুনা টিভির বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, ব্লু ড্রিমের পরিচালক নবীউল আহসানসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর পুলিশ সুপার এবং অতিথিরা শো-রুমটি ঘুরে ঘুরে দেখেন।
ব্লু ড্রিমের বগুড়া শাখার পরিচালক নবীউল আহসান জানান, পুরুষদের অত্যাধুনিক ও বাহারি ডিজাইনের সব পোশাক নিয়ে পুলিশ প্লাজার পঞ্চম তলায় সাজানো হয়েছে ব্লু ড্রিমের এই শোরুম। এখানকার অসংখ্য কালেকশনের মধ্যে ক্রেতারা সহজেই বেছে নিতে পারবেন তাদের পছন্দের পোশাক।