logo
আপডেট : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:৪৫
সৈয়দপুরে স্কাউট’র প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে স্কাউট’র প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিশ^ স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথলর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৭তম জন্মবার্ষিকী ও বিপি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে  বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি,  কেক কাটা  ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিপি দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইসমাঈল।
 

শ^াষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব লিডার মো. মোস্তাফিজুর রহমান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।

এতে অন্যানদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, ইউনিট লিটার মো. শাকিল ইসলাম, স্কাউট লিডার ও কান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য) রওশন আরা চৌধুরী ও কয়াগোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়রা বেগম প্রমুখ।

এর আগে বিপি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিপি দিবসের কেক কাটা হয়েছে।

অনুষ্ঠানের সৈয়দপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান, প্রধান শিক্ষক হাফিজা খাতুন, মমিনুর রহমান খান, রেজাউল ইসলাম বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ এম ওমর ফারুক সহ নির্বাহী কমিটির সদস্য ও কাব ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।