দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাচনের আগাম হাওয়া যারা নির্বাচন করবেন মানুষের কাছে দোয়া চাচ্ছেন তারা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে আরিফুজ্জামান (রানা), তৌহিদুল ইসলাম (তৌহিদ), কাজী মাকসুদুর রহমান লাবু চৌধুরী, শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী, এ্যাডভোকেট রবিউল ইসলাম, কাজী শুভ রহমান চৌধুরী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশাহ্ ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম (আকাশ), ইফতেখার আহম্মেদ বাবু, আলমগীর হোসেন, আনছার ভিডিপির মোক্তার হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহফুুজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস বেগম, মাজেদা বেগম ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন উপজেলা নির্বাচন করবেন বলে মানুষের কাছে ও গ্রামগঞ্জে গিয়ে দোয়া চাওয়া শুরু করেছেন । শুধু তাই নয়, তারা উপজেলার হাট বাজারে গিয়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন এবং মানুষকে সালাম কালাম দিয়ে ভোট করবেন বলে দোয়া চাচ্ছেন।