logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:১৬
সৈয়দপুরে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সৈয়দপুর (নীলফামাী) প্রতিনিধি:

সৈয়দপুরে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আকতার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির  নগদ ৩শ’ টাকা জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলমের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়ায়এক  অভিযান  পরিচালনা করেন। অভিযানকালে সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আকতারকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে  মাদক বিক্রির নগদ ৩ শ’ টাকা উদ্ধার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত আকতার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীপুর মুন্সিপাড়ার মো. বরকতুল্লাহ ছেলে।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ  এক মাদক ব্যবসায়ীকে ৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। গতকাল শনিবার গ্রেপ্তারকৃত আকতারকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।