logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২০
সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ র্ফেরুয়ারি) বিকেল তিনটায় শহরের বিমানবন্দর সড়কে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য  শিল্পপতি আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। 

লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান।

প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রভাষক মো. সাজ্জাদ হোসেন ও সিনিয়র শিক্ষক রাজিয়া সুলতানা ফারহানা’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মো. সাইফুল ইসলাম প্রামানিক ও সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল।

অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের সহধর্মিনী ইয়াসমিন আলম, উপাধ্যক্ষ (কলেজ) শফিউল আলম সাজু, উপাধ্যক্ষ (স্কুল) সুফিয়া রহমান শিল্পী, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও  শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫২টি ইভেন্টে সহস্রাধিক  শিক্ষার্থী অংশ নেয়। এর আগে প্রধান অতিথি  অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলের বাাপক প্রশংসা কুঁড়িয়েছে।

শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।