logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:২৮
বগুড়ায় আকবরিয়ার ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ায় আকবরিয়ার ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

স্মার্ট ডিলার, স্মার্ট আকবরিয়া এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে বগুড়ায় আকবরিয়া লিমিটেড এর ডিলার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়। আকবরিয়া লিমিটেড ডিলার কনফারেন্স-এর সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান আলী আলাল।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডিলাররা ব্যবসার শক্তি ও প্রাণ। আমরা শুধু ব্যবসা করি না, দেশ-দশের কল্যাণে কাজ করি। ডিলার পণ্য বিতরণকারী এবং ভোক্তার মধ্যে মধ্যস্থতাকারী। তারা নির্দিষ্ট অঞ্চলে সেই পণ্যগুলির অনুমোদিত বিক্রেতা। পরিবেশকগণের দিক নির্দেশনা ও সুপারিশসমূহ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। একে অপরের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যবসায়িদের মুল পুঁজি হলো ওয়াদা এবং সততাই হচ্ছে মুল সম্পদ। আমরা এ সব সম্পদকে কাজে লাগিয়ে আকবরিয়া লিমিটেডকে এগিয়ে নিতে চাই। প্রতিষ্ঠানের সাথে থেকে গঠনমুলক আলোচনা সমালোচনা করে আর্থিকভাবে লাভবান হতে চাই। শতাব্দীর স্বাক্ষর এই প্রতিষ্ঠানকে আরো অনেক শতাব্দী পর্যন্ত সুনামের সাথে নিয়ে যেতে হবে। সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন পরিবেশকগণ।

আকবরিয়া লিমিটেড বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হোসেন আলী দুলাল। তিনি বলেন, পরিবেশক সম্মেলন একটি প্রতিষ্ঠানের ব্যবসাকে ত্বরান্বিত করতে ভুমিকা রাখে। প্রতিষ্ঠানের সাথে পরিবেশকদের হৃদয়ের মেলবন্ধন ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় হবে। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা নানা ধরনের সমস্যা সমাধান করা সহজ হবে। প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানতে ও জানার আগ্রহ সৃষ্টি করতে হবে। প্রতিষ্ঠানটি আমার প্রতিষ্ঠান এ বোধগম্য সৃষ্টিতে এ ধরনের আয়োজন মহতী উদ্যোগ ও প্রশংসার দাবী রাখে।

বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) সিনিয়র প্রিন্সিপাল অফিসার বগুড়া শাখা আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ডিএমডি আন্দালিবুর রহমান, ডিএমডি শাহ নূর ইসলাম,  সিএমও ইকবাল নূর শুভ, সিওও এন্ড বগুড়ার জোন ইনচার্জ ফারুক আহমেদ, হেড অব সেলস রমজান হোসেন. জিএম সেলস আব্দুল মতিন, এনএসএম আবুল কাশেম,  ডিজিএম জিল্লুর রহমানসহ প্রমুখ।
ডিলার কনফারেন্সে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, ই-কমার্স ও ঐতিহ্য ব্রান্ডের মোড়ক উন্মোচনসহ ব্যবসায়িক আলোচনা, দিকনির্দেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মেলনে সারাদেশের ৫ শতাধিক ডিলারগণ অংশ নেন।