logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৪৩
বিডিআর বিদ্রোহের মামলা দ্রুত নিষ্পত্তির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক

বিডিআর বিদ্রোহের মামলা দ্রুত নিষ্পত্তির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিডিআর বিদ্রোহের দুটি মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় কারও কো‌নো গাফিলতি নেই। আমি আগেই বলেছি এখানে বিরাট ধরনের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য ছিল। এই সবগুলোই সময় লেগেছে। আশা করি, দুটি মামলাই দ্রুত নিষ্পত্তি হবে।

আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। আমরা আশা করছি, চূড়ান্ত বিচার হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তবে এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা জানেন আমাদের আদালত স্বাধীন। এ ঘটনায় আদালত ন্যায়বিচার করবে এমনটাই আমরা প্রত্যাশা করছি।