logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১৩
ত্রাণের অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০
অনলাইন ডেস্ক

ত্রাণের অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০

গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি ও গোলা হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আহতদের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ওইদিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

একই দিন, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, ওয়াফা