আপডেট : ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১০
বাজারের ব্যাগে রাখা ফেন্সিডিলসহ শেরপুরে মাদক ব্যবসায়ী আটক
শেরপুর উপজেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে মাদক বিক্রয়ের সময় শ্রী সুমন ভৌমিক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। সে কাহালু উপজেলার প্রদাবপুর গ্রামের শ্রী সুশীল ভৌমিকের ছেলে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে গোপালপুর গ্রামে বাবলু সরকারে চাতালের উপর থেকে তাকে আটক করা হয়েছে।
জানা যায়, শেরপুর উপজেলাসহ আশেপাশের উপজেলায় শ্রী সুমন ভৌমিক দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সে গোপালপুর গ্রামে বাবলু সরকারে চাতালের উপর মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। তখন শেরপুর থানার এসআই সাইফ আহমেদ, এএসআই আল আমিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে । এসময় তার হাতে থাকা সাদা প্লাষ্টিকের বাজারে ব্যাগের মধ্যে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।