আপডেট : ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১৬
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ায় দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে পালিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারের সঞ্চালনায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের মা-বোনেরা দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। ঘরে কাজ সামলিয়ে তারা বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন মহিলা আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। তার নেতৃত্বে সারাদশের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। নারীরা পুরুষদের সাথে সমানতালে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রী এদেশের নারী পুরষের সমতা সৃষ্টিতে কাজ করছেন। নারীরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। বহির্বিশ্বের নারীদের মত সোনার বাংলার নারীরাও এগিয়ে যাচ্ছে। তারাও দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করছেন। তাই নারীকে অবহেলার চোখে দেখার আর কোন সুযোগ নেই। নারীরা সংসার সাজিয়ে তোলেন, ঠিক সেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সাজিয়ে তুলতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশ হয়ে উঠবে সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।