“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মহিদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, আব্দুল মোত্তালেব, অফিস সহকারি এস.আই সাব্বির হোসেন, মেহেদী হাসান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু প্রমুখ।