ধরেন আপনি যুক্তরাষ্ট্রে গেছেন বেড়াতে হুট করে যদি আপনার চোখের সামনে বাংলা সাইনবোর্ড পড়ে যায়, নিশ্চই অবাক হবেন? তবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এমন সাইনবোর্ডে চোখে পড়লে অবাক হবার কিছু নেই। কারণ সেখানে অজস্র বাঙালি, বাংলাদেশি রয়েছেন।
তাদের অনেক প্রতিষ্ঠানেই বাংলা সাইনবোর্ড রয়েছে। কিন্তু গণপরিবহনে বাংলায় লেখা দেখতে পেলে তো বিস্মিত হতেই হবে। আগামী ৫ নভেম্বর আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্ক নগরে চলছে প্রচারণা। নির্বাচনবিমুখ কর্মপাগল নাগরিকদের নির্বাচনে উৎসাহিত করতে চলছে প্রচারণা।
বাংলাদেশি বহুল কুইন্সে চলাচলকারী এমন কিছু পাবলিক বাসে দেখা যাচ্ছে বাংলায় লেখা এমন প্রচারণা।কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ‘বাংলায় লেখা প্রচারণা দেখে মনটা আনন্দে ভরে গেল। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, যখন দেখি আমার প্রাণের ভাষা বাংলা শোভা পাচ্ছে নিউইয়র্কের গণপরিবহনে, তখন গর্বে মন ভরে যায়।
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে বাংলাদেশি আমেরিকানদের অবদান অপরিসীম।'২০১৭ সালে শাহেদ আলম নিউ ইয়র্কের পাতাল ট্রেনে বাংলা লেখা দেখতে পেয়ে অভিজ্ঞতার কথা লিখেছিলেন এক গণমাধ্যমে। তিনি লিখেন, "কুইন্স এর রিচমন্ড হিল থেকে বাস যোগে কিউ গার্ডেন থেকে উঠেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গামী ই -ট্রেন এ। বেশ অনেক দিন পরই বলা চলে পাতাল ট্রেনে উঠলাম। বসার জায়গা না পেয়ে দাড়িয়েই আছি আর মানুষ দেখছি।
নানা রঙের মানুষ। কালো মানুষ, সাদা মানুষ, বৃদ্ধ মানুষ, কম পোষাকী তরুনী যার যার জগৎ আর ভাবনা নিয়েই ব্যস্থ। এর মধ্যে আমার চোখ আটকে গেল সাবওয়ে ট্রেনের ভিতরে নিউইয়র্ক শিক্ষা দপ্তরের একটি পোস্টার-এ। পরিষ্কার বাংলায় লেখা, ‘নিউইয়র্ক পাবলিক স্কুল গুলি বাংলা বলে’।"