বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে নেতিবাচক তথ্য তুলে ধরা কিছু মানুষের ব্যবসায় পরিণত হয়েছে। এজন্য তারা ফান্ড জোগাড় করে। আমাদের দেশের কিছু সংবাদমাধ্যম দেখি আমাদের বিরুদ্ধে যদি আন্তর্জাতিক গণমাধ্যম কোনো সংবাদ প্রচার করে, তাহলে তারা সেটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে প্রচার করে। বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে আমি সাংবাদিকসহ সবাইকে আহ্বান জানাই।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘ভাবমূর্তি যদি ভালো না হয় তবে সেই দেশের পক্ষে ব্যবসা করাও কঠিন হয়ে দাঁড়ায়। ট্যুরিজম অনেক দেশের চালিকাশক্তি। দেশের ভাবমূর্তি ভালো না হলে টাকা দিয়েও মানুষকে দেশে আনা যায় না। তাই ভাবমূর্তি বিনির্মাণে বা ঠিক রাখতে গণমাধ্যমের অনেক বড় ভূমিকা রয়েছে।’
তিনি বলেন, ‘গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। সাংবাদিকদের অনেক সময় নিজের ইচ্ছা না থাকলেও মালিক পক্ষের ইচ্ছানুযায়ী কাজ করতে হয়। রাজনীতিবিদদের জন্য সাংবাদিকরা সহায়ক। আমি অনেক সময় ভাবি, এ মেধাবী সাংবাদিকরা কেন বিসিএস না দিয়ে এ পেশায় নিয়োজিত। তখন মনে হয়, একটি পেশাকে ভালোবেসে ফেললে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘কোনো সংবাদ প্রচার করার আগে সেটা সত্য কিনা তা বিবেচনা করে প্রচার করতে হবে। সেটির ইমপেক্ট কী হবে তাও বিবেচনা করতে হবে। দেশের কোথাও আগুন লাগলে অনেক টেলিভিশন সেটার লাইভ দিতে ব্যস্ত হয়ে যায়। সারাক্ষণ এই লাইভ দেয়ার কারণে আগুনটা সেখান থেকে পুরো ১৭ কোটি মানুষের মনে লেগে যায়।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে দেশের ইতিবাচক দিক বহির্বিশ্বে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক দেশে সরকারের সমালোচনা অবশ্যই হবে। তবে তা যদি দেশবিধ্বংসী সমালোচনা হয়, সেটি কখনই কাম্য নয়। বাংলাদেশ নিয়ে কোনো নেতিবাচক খবর বাইরের দেশের গণমাধ্যম যত বড় করে প্রকাশ করে তার চেয়ে কয়েক গুণ বড় করে প্রকাশ করে দেশের গণমাধ্যম। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আন্তর্জাতিক কোনো ভুঁইফোড় সংগঠন বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর প্রচার করলে দেশীয় গণমাধ্যম সেটি ফলাও করে প্রচার করে। এটি দুঃখজনক।’