শুক্রবার ম্যাক্স মোটেলে বগুড়া লেখক চক্রের আয়োজনে ৯৩০তম পাক্ষিক সাহিত্য আসরে নিওর-২৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইফতার পূর্ব এক আলোচনা সভা সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. সামির হোসেন মিশু। স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহসভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ, বাংলাদেশ সেক্টর কমান্ডার'স ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও বিআইআইটি এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, ল্যান্ড সেলস এ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক মো. শরিফুল ইসলাম।
প্রধান অতিথি আসরে নিওর-২৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন। নিওর-২৪তম সংখ্যার সম্পাদক শাহাদত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম আনিছুর রহমান ও কবি সিকতা কাজল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা জিএম সাকলায়েন বিটুল, কবি শিবলী মোকতাদির ও কবি মাহমুদ হোসেন পিন্টু, বগুড়া সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা, সাংবাদিক এসএম কাওছার, সাংবাদিক মাজেদুর রহমান, সংস্কৃতিকর্মী কবির রহমান, রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলম সাইফুল, বগুড়া সিনিয়র স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, কবি এম. রহমান সাগর, কবি মুনসুর রহমান তানসেন প্রমুখ।