logo
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪ ১৩:২৬
সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু

নীলফামারীর সৈয়দপুরে নববর্ষ উদ্যাপন উপলক্ষে স্থানীয় কবি ও লেখকদের প্রকাশনা নিয়ে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। আটটি শিক্ষা প্রতিষ্ঠান, সাপ্তাহিক সাহিত্য আসর কর্তৃপক্ষ ও স্থানীয় কবি ও লেখকেরা এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর সহযোগিতায় ওই বই মেলার আয়োজন করেছে। গত পহেলা বৈশাখ ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।

এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান মিজানুর রহমান মুকুল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বই মেলা আয়োজক কমিটির আহবায়ক ও এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান আকমল সরকার রাজু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন প্রেসিডেন্ট এপেক্সিয়ান জি এম কামরুল হাসান শামীম প্রমুখ।

 এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন শাহ্, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচদিন ব্যাপী বই মেলায় সাতটি স্টলে নীলফামারী জেলার ২২ জন কবি ও লেখকের প্রকাশনা স্থান পেয়েছে। যে সব কবি ও লেখকদের প্রকাশনা বই মেলায় স্থান পেয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কথাসাহিত্যিক ও গল্পকার হাফিজুর রহমান হাফিজ, কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, কবি লিপিকা লিপি,  কবি আবু তাহের সিদ্দিকী, আল- আমিন প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।  পরে তিনি বই মেলার পরিদর্শন বইতে তাঁর সুচিন্তিত মতামত লিখে তাতে স্বাক্ষর করেন।  এ সময় তিনি স্থানীয় কবি ও লেখকদের সঙ্গে তাদের প্রকাশনা নিয়ে সরাসরি কথা বলেন।

বই মেলায় প্রতিদিন শহরের নানা বয়সী বইপ্রেমী পাঠকদের সমাগত ঘটে।  আগামী বৃহস্পতিবার সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী বই মেলার সমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।