logo
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪ ২২:১৩
নন্দীগ্রাম পৌরসভার আওতায় ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

নন্দীগ্রাম পৌরসভার আওতায় ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার আওতায় ঠিকাদার মাধ্যমে ১৪টি মসজিদ ও মন্দির উন্নয়ন কাজের বিল প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত বিল প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি আতোয়ার হোসেন মান্না প্রমুখ।

সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপসহকারী প্রকৌশলী অসিম কুমার সরকার, কাউন্সিলরবৃন্দ ও
কর্মকর্তা-কর্মচারীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ৭টি মসজিদ ও ৭টি মন্দির উন্নয়ন কাজের ১৬ লাখ ৪ হাজার ৬১৪ টাকা ৭ পয়সার বিল প্রদান করা হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, নন্দীগ্রাম শহরের সার্বিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ৭টি মসজিদ ও ৭টি মন্দির উন্নয়ন কাজে গুরুত্ব দেওয়া হয়।

ঠিকাদারের মাধ্যমে উন্নয়নমূলক কাজগুলো করা হয়েছে। আগামীদিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।