logo
আপডেট : ২৩ মে, ২০১৯ ২০:৪৫
নরেন্দ্র মোদিকে ইমরান খানের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক

নরেন্দ্র মোদিকে ইমরান খানের শুভেচ্ছা

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২৩ মে) এক টুইট বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর অনলাইনে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।টুইট বার্তায় ইমরান খান বলেন, বিজেপির নির্বাচনী বিজয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার শুভেচ্ছা। দক্ষিণ এশিয়ার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য তার সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি।

বৃহস্পতিবার ফল ঘোষণা করা হলে গান্ধী পরিবারের ফিরে আসার আশাকে গুঁড়িয়ে দিয়ে ভূমিধস বিজয়ের দিকে এগোচ্ছেন মোদি। বিজয় ঘোষণার পর একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রায় ষাট কোটি ভোট গণনা হওয়ার পর ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশটির নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ৩০০টিতে বিজয়ী হয়েছেন বিজেপি।