বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সালাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের নিমকুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার নশরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার বেলা সাড়ে ১০টায় আব্দুস সালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলার চাঁপাপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নিমকুড়ি নামক স্থানে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা এক ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ করা হয়েছে। চালক ট্রাক্টর রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।