বগুড়ায় করতোয়া সমাজ কল্যান সমিতি’র নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কলোনী উত্তরপাড়া সমিতির কার্যালয়ে চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোঃ আবু মুসা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শুভাশীষ পোদ্দার লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ সমিতির নেতৃত্বদানকালীরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে আসছে। অনেক চড়াই-উৎড়াই পাড়ি দিয়ে আজ মর্যাদার জায়গায় এসে দাঁড়িয়েছে। আশা করছি আগামী দিনে এই সমিতি আরো ভালো কাগুলো করে যাবে। সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
করতোয়া সমাজ কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মাইসুল তোফায়েল কোয়েল, শরিফুল ইসলাম শিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এজাজুল হক ডনেল, করতোয়া সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, প্রধান উপদেষ্টা আব্দুল হাই কাল্টু, সহ-সভাপতি জুলফিকার আলী তালুকদার বিদ্যুৎ, নাহিদুল ইসলাম নাহিদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বাদলা, মোঃ রেজাউল ইসলাম, ডাঃ এরশাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, মোহাম্মদ ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জাকারিয়া আদিল, এ আর কিবরিয়া সোহাগ, মাহবুবুর রহমান বাবু, আহসান হাবিব ববি, আরিফুর রহমান বাপ্পি, আদনান হোসেন, মোঃ জসিম উদ্দিন. সামসাদ আলম, আব্দুল হান্নান, করতোয়া সমাজ কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জাহিদুর রহমান পিন্টু, রাশেদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম জকি, কোষাধ্যক্ষ আজগর আলী, আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার জামান, ধর্মীয় সম্পাদক ফেরদৌস হোসেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি হাদী, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ জাহিদ হোসেন, এটিএম ওহিদুল ইসলাম, মোহাম্মদ রেজাউল কাফি, মোহাম্মদ শাহিন মন্ডল, মাহমুদুল হাসান খান, আব্দুল্লাহ আল মুনিম, তানিম, সুমন সরকার, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বাবু, মোঃ হুমায়ুন, আলতাফ হোসেন প্রমুখ।