জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ দিনাজপুর জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব (কারিগরি পর্যায়ে) জেলায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন।
জানা গেছে,দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের এক পত্রের মাধ্যমে জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও একই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মোঃ আহছান হাবীব কে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কারিগরি পর্যায়ে জেলায় শেষ্ঠ হবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ পার্বতীপুর উপজেলায় (কারিগরি পর্যায়ে) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মোঃ আহছান হাবিব ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পূর্বের গৌরব ধরে রাখতে সক্ষম হয়।
এ ব্যাপারে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জেলা ও উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ তাঁর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি নিজে শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বিগত পাঁচ বছর ধরে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলায় আমি ও আমার প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে আসছি।