বগুড়ায় গত বুধবার দুপুরে কর আইনজীবী সমিতির উদ্যোগে কর কমিশনারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হামিদ তোতার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী কর কমিশনার বগুড়ার মোহাম্মাদ বজলুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নে ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে কর বিভাগ বিশেষ ভুমিকা রাখে। সুনাগরিক হতে হলে কর প্রদান করা অতিব জরুরি। কর আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ কর প্রদানে উৎসাহিত করার মধ্য দিয়ে দেশের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখছে।
সভাপতির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. হাবিব হাসান মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আব্দুর রহমান, এ্যাড. জহুরুল হক (জাফর), এ্যাড. খুরশিদ রহমান, রবীন্দ্রনাথ সাহা, ফারুক হোসেন, এ্যাড. নজরুল ইসলাম বুলু, এ্যাড. নারজুবা আকতার, এ্যাড. এমএ কাফী প্রমুখ। সভা শেষে কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী কর কমিশনারকে উপহার প্রদান ও আগত কর কমিশনার মোহাম্মাদ আবদুস শহীদ বশীর এর সাথে কুশল বিনিময় করা হয়।