logo
আপডেট : ১৪ মে, ২০২৪ ১২:১৯
মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৭৯তম বার্ষিকী উদযাপন করলো রাশিয়ান হাউজ
সঞ্জু রায়

মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৭৯তম বার্ষিকী উদযাপন করলো রাশিয়ান হাউজ

ঢাকায় রাশিয়ান হাউস সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAAB) এর সাথে যৌথভাবে মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৭৯ তম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি. দ্ভইচেনকভ। এসময় তিনি বহুজাতিক সোভিয়েত জনগণের অতুলনীয় সাহস, অদম্য দৃঢ়তা এবং কঠোর সহনশীলতার কথা উল্লেখ করেন। বলেন যারা স্বাধীনতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য শুধু সোভিয়েত ইউনিয়নের নাগরিকদের জন্যই নয় বরং অনেক ত্যাগ স্বীকার করেছেন আধুনিক ইউরোপের অধিকাংশ অধিবাসীদের জন্যও। এটি সোভিয়েত বহুজাতিক জনগণের ঐক্য, কর্তব্য, দায়িত্ব এবং চিরন্তন মূল্যবোধের প্রতি আনুগত্যের একটি সাধারণ বোধ যা আমাদের মাতৃভূমিকে বেঁচে থাকতে এবং জয় করতে দেয়।
 
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মহান দেশপ্রেমিক যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। ইভেন্টের অংশ হিসেবে গত ৯ মে রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখানো হয়েছিলো।