বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হিসাবরণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকে উপজেলা হিসাবরণ কর্মকর্তা শামীমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা আজিজার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম ও নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। সভাটি পরিচালনা করেন এসএএস সুপারিন্টেন্ডেন্ট ওবায়দুল হক।