logo
আপডেট : ১৪ মে, ২০২৪ ১৩:৫৮
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী আদনান
প্রেস বিজ্ঞপ্তি

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী আদনান

জাতীয় শিক্ষা সপ্তাহ এ স্কাউট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান হোসাইন। আদনান হোসাইন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ১৩ মে সোমবার রাজশাহী কলেজে আদনান হোসাইন এর হাতে বিভাগীয় শ্রেষ্ঠ স্কাউটের সার্টিফিকেট তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর আঞ্চলিক কমিটির আহবায়ক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব ড. মোঃ আলমগীর কবীর।

মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, আমরা সর্বদা আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো স্কাউট। গতবছর আমাদের শিক্ষার্থী শাহরিয়ার ঝলক সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছিল। আমরা শিক্ষার্থীদের মধ্যে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিচ্ছি, যাতে করে তারা পড়াশোনার সাথে সাথে সঠিক শিক্ষা গ্রহন করে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠতে পারে। এরই ধারাবাহিকতায় আমাদের দশম শ্রেণির শিক্ষার্থী আদনান হোসাইন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছে। আমরা তার মঙ্গল কামনা করি।