নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ওই পানি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির বোতল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।
এতে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক পিএলসির সৈয়দপুর শাখা ব্যবস্থাপক ওয়াহিদ মুরাদ। এ সময় অন্যান্যদের মধ্যে শহরের বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিক, ব্যবসায়ী ও জাপা (এ) নেতা রাকিব খান, মো. আলতাফ হোসেন, শফিউল ইসলাম সুজন, মো. বজলার রহমান বুলবুল, অহিদুল হক বাট্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, আমরা জানি পানির ওপর নাম জীবন। আমাদের জীবনের একটি অপরিহার্য অনুসঙ্গ হচ্ছে পানি। আমাদের প্রিয় ইসলাম ধর্মেও তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো অত্যন্ত সওয়াবের কাজ বলে উল্লেখ রয়েছে। বর্তমান সময়ে তীব্র গরমে ও প্রচন্ড দাহদাহে আমাদের শরীরের জন্য বেশি বেশি পানি পান করা প্রয়োজন। তাই তৃষ্ণার্ত মানুষকে বিশুদ্ধ পানি পান করাতে পানি বিতরন কর্মসূচির গ্রহন করেছেন ঢাকা ব্যাংক পিএলসি। তাদের এটি একটি মহতী উদ্যোগ বলে আমি মনে করছি।