logo
আপডেট : ১৯ মে, ২০২৪ ২২:০১
সৈয়দপুরে তামাক সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে তামাক সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে  তামাক সচেতনতামূলক  এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার। 
 কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে তামাকে ক্ষতিকারক দিক তুলে ধরে মুল প্রবন্ধ উপস্থাপন করেন  সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমি রিয়াজ।

কর্মশালায় তামাক গ্রহণে ২৪টি স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করা হয়। যা থেকে একজন মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে  পারে বলে উল্লেখ করা হয়েছে। কর্মশালায় তামাক নিষিদ্ধ করতে সামাজিক আন্দোলন করে নিষিদ্ধ  ঘোষণার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 

কর্মশালায় আলোচনায় অংশ নেন  সৈয়দপুর তুলশিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম খান, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার,  বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, সাংবাদিক এম আর আলম প্রমুখ। 

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মীরা অংশ নেন।