আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনা খাতুনের
সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,উপজেলা সহকারী প্রোাগ্রামার মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুল রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা কৃষি উদ্যোক্তা অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনা খাতুন জানান, আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক
পরিবর্তন এসেছে। এখন সবকিছুই যন্ত্রের মাধ্যমে হচ্ছে। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের পুরস্কার তুলে দেন
অতিথিবৃন্দ।উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ১৮ মে এ মেলা শুরু হয়।