ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবেন বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা।
সোমবার (৩ জুন) সকালে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, এ লক্ষ্যে রোববার (২ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের দেখতে পটুয়াখালী পরিদর্শনে যাবেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।