বগুড়ার আদমদীঘিতে ৫ বছরের কোলের এক মাত্র শিশু সন্তান রেখে রুলি বেগম নামের এক প্রবাসির স্ত্রী স্বামীর গচ্ছিত টাকা নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। গত ১ জুন সকালে আদমদীঘি বাজারে স্বাশুড়িসহ এসে কৌশলে স্বাশুড়িকে রেখে উধাও হয় বলে তার স্বাশুড়ি মাহফুজা বেগমের আদমদীঘি থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে জানাযায়।
অভিযোগে জানাযায়, আদমদীঘি উপজেলা সদর ইউপির সুদিন গ্রামের মোমেন আকন্দের সাথে নসরতপুর ইউপির মুরইল গ্রামের রুলি বেগমের প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি সন্তার রয়েছে। প্রায় এক বছর পূর্বে মোমিন আকন্দ মালোশিয়া প্রবাসে যায়। গত ১ জুন সকালে রুলি বেগম তার স্বাশুড়ি মাহফুজা বেগমকে সাথে নিয়ে আদমদীঘি বাজারে আসে। এক পর্যায়ে স্বাশুড়িকে সদায় কিনতে পাঠিয়ে পুত্রবধু রুলি বেগম কৌশলে উধাও হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়িতে গিয়ে দেখতে পান তার বাক্স থেকে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে পুত্রবধু রুলি বেগম বলে তার স্বাশুড়ি থানায় অভিযোগ করেন। উধাও হওয়ার চার দিনেও গৃহবধুর খোঁজ মিলেনি বলে স্বাশুগি মাহফুজা বেগম জানান। রুলি বেগমের বাবা একরাম হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিপ করেননি। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আদমদীঘি থানা পুলিশ জানান।