logo
আপডেট : ৮ জুন, ২০২৪ ১৩:৪৯
ছয় দফা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের সুচনাবিন্দু-মজিবর রহমান মজনু এমপি
প্রেস বিজ্ঞপ্তি

ছয় দফা আন্দোলন স্বাধীনতা সংগ্রামের সুচনাবিন্দু-মজিবর রহমান মজনু এমপি

বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপি বলেছেন ছয় দফা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুচনাবিন্দু।
 
বাংলাদেশের ইতিহাসে ৭ জুন এক অবিস্মরণীয় দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফা আন্দোলন জাতিসত্তা গঠনের আন্দোলনে নতুন রূপ দান করে। নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম বাঙ্গালি জাতি অনেক আগে থেকেই করে আসছে। কিন্তু এর জন্য সংগ্রামের প্রেরণা ও আন্দোলনের কাঠামো বাঙ্গালি জাতি ছয় দফা থেকেই খুঁজে পেয়েছে। এই ছয় দফার আন্দোলনকে বেগবান করতে গিয়ে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসানো হয়েছিলো। '৬৯ এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিলো এই ছয় দফার কারণেই। ছয় দফা আন্দোলন শেখ মুজিবকে করেছে ‘বঙ্গবন্ধু’।  বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোসহীন সংগ্রামের ফলেই ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি।
 
ছয় দফা মূলত স্বাধীনতার এক দফা ছিল। ৭জুন সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা আয়োজিত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
আলোচনা সভার প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির প্রণেতা এবং আমাদের স্বাধিকার আন্দোলনের রূপকার। ৬-দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমগ্র পূর্ববাংলা সফর করেন এবং ৬ দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন এবং ছয় দফা কে ঘিরে জনমত গড়ে তোলার জন্য জেলায় জেলায় সফর করে সভা সমাবেশের মধ্য দিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ছয় দফার আন্দোলনকে চূড়ান্ত আন্দোলনের রূপ দিতে আওয়ামী লীগের ডাকে হরতাল আহ্বান করেছিলেন। সেই হরতালে পুলিশ ও ইপিআর এর  গুলিতে  ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন।
 
তিনি ঐতিহাসিক ৭ জুনসহ স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পাকিস্তানি শাসন-শোষণ-বঞ্চনা থেকে  মুক্তির লক্ষ্যে এই ছয় দফা বাঙালি জাতিকে মুক্তির সনদ হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে। এই ৬ দফায় হয়ে ওঠে দেশের  শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির সনদ।
 
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, এ কে এম আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু,নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মোমিন তারিক,খালেকুজ্জামান রাজা,আবু সেলিম, এম এ বাসেত,কামরুল হুদা উজ্জ্বল, আবু ওবাইদুল হাসান ববি,মাহফুজুল ইসলাম রাজ, হেফাজত আর মিরা, আব্দুস সালাম, আলমগীর বাদশা, আমিনুল ইসলাম ডাবলু, এ্যাড. লাইজিন আরা লিনা,নাইমুর রাজ্জাক তিতাস,রাকিবউদ্দিন সিজার,   রাশেকুজ্জামান রাজন,সজিব সাহা ও আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে ছিল সোয়া দশটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয় ও মুজিব মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ এবং আলোচনা সভা।