নীলফামারী সৈয়দপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৪ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার (৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুল ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর -ই- আলম সিদ্দিকীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লামা কৃষিবিদ মো. ইমরান সরদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সদর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্য মো. মসিউর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ও কৃষি বিভাগের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা কৃষি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিটি ঘুরে ঘুরে দেখেন। এ সময় কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অতিথিদের সামনে মেলার স্টলগুলোতে স্থান পাওয়ার বিভিন্ন ফসল ও ফলফলাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনদিনব্যাপী কৃষি মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনেই সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।