“দেশ প্রেমের শপথ নিন,দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে দুর্নীতি প্রতিরোধে তরুণ শিক্ষার্থীদের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে দুূর্নীতি দমন কমিশন দেশব্যাপী স্থানীয় ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার (৯জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন।উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে প্রথম রাউন্ড ও সেমিফাইনাল ৯জুন এবং ফাইনাল সোমবার (১০জুন) অনুষ্ঠিত হবে।
বিতর্কের বিষয় বস্তু হলো; (ক) “সামাজিক বৈশম্য দূরীকরণে দুর্নীতি দমন ও প্রতিরোধ অনস্বীকার্য” (প্রথম রাউন্ড),(খ) “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”, (গ) সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুর রহমান উপ-পরিচালক দুূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শামসুল কবীর, একাডেমিক সুপার ভাইজার নাজমা আক্তার, কমিটির সহ-সভাপতি ও চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক অধির চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ডা: মোজাফ্ফর রহমান,মো: ইসমাইল হোসেন সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন।