logo
আপডেট : ৯ জুন, ২০২৪ ১২:৫৪
শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য নিয়ে শিবগঞ্জে উদ্বোধন করা হলো ভূমি সেবা সপ্তাহ। 

শনিবার উপজেলা ভূমি অফিসারের কার্যালয়ের আয়োজনে ০৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিস চত্বরে ভূমি সেবা কক্ষ উদ্বোধন হয়। উদ্বোধন শেষে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা। আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শুকুর, শিবগঞ্জ থানা সহকারি পুলিশ পরিদর্শক ইমতিয়াজ আলম তালুকদার, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রবীর কুমার, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান নয়ন, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন, আমজাদ হোসেন, সহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।