logo
আপডেট : ৯ জুন, ২০২৪ ১৩:২১
বগুড়া ওয়াইএমসিএ’র তিন বছর মেয়াদী কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া ওয়াইএমসিএ’র তিন বছর মেয়াদী কমিটি গঠন

বগুড়া ওয়াইএমসিএ’র ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে মিস অর্পনা প্রামানিক সভাপতি, রবার্ট রবিন মারান্ডী সাধারণ সম্পাদক ও জর্জেট বুলবুল ব্যাপারীকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

উক্ত কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পিইউপি এর প্রধান সমন্বয়কারী শেখ মো. আবু হাসানাত, সহকারি কাজী নাজনীন জাহান ও পালক মি. গিলবার্ট মৃধা দায়িত্ব পালন করেন। বগুড়া ওয়াইএমসিএতে এই প্রথম নির্বাহী কমিটিতে নারী সভাপতি নির্বাচিত হলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সাহায্য সহযোগিতা দ্বারা এ প্রতিষ্ঠানটি আরো সামনের দিকে এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন সংস্থার নির্বাহী পরিচালক অধ্য রবার্ট রবিন মারান্ডী।