বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন আকবরিয়া পরিবার। সভাপতি আজিজার রহমান মিল্টন, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, সহ-সভাপতি পদে বিসিকের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আইনুল হক সোহেলের কন্যা গুঞ্জন মেটালের স্বত্ত্বাধিকারী অনিন্দিতা হক গুঞ্জন, কামাল ইনানু টিংকু, আব্দুল জলিল নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক আলীনুর ইসলাম রাজিব, মোস্তফা মাহমুদ শাওন, মোস্তফা আলীমুর রাজিব, দপ্তর পদে রাশেদুন নবী রাজু, কোষাধ্য এস এম নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজমিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলীম আলী, ধর্ম ও ক্রীড়া সম্পাদক আইয়ুবুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক হাসান আলী আলাল, সংস্কৃতি সম্পাদক এমদাদ হোসেন, কার্য নির্বাহী সদস্য শামিমা আকতার নাইস, মোস্তফা জাকারিয়া, হোসেন আলী দুলাল, আমিনুর ইসলাম, সুমন কুমার কুন্ডু, মোসলেমিয়া মুনতাসির, উজ্জ্বল হোসেন, মোস্তাক আহমেদ।
নবনির্বাচিত কমিটিতে শিল্প বিষয়ক সম্পাদক ও আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল তার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের শ্রম, শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালীন একটি বিলের মাধ্যমে ‘ইপসিক’ তথা বর্তমান ‘বিসিক’ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ ুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দেশের ুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের দায়িত্বে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান। বিসিক সরকারি সিদ্ধান্তের আলোকে উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। ফলে বেসরকারি উদ্যোগে সারা দেশে নতুন নতুন শিল্প গড়ে উঠেছে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শিল্প েেত্র যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে তা বাস্তব রূপ লাভ করে।
নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও আকবরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল বলেন, উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন, অর্থ ও মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে খাদ্যপণ্য উৎপাদন ও বিপনন বিশেষ ভুমিকা রাখে।
শনিবার বিসিকে এ নির্বাচনে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড শেখ মোঃ রেজাউর রহমান জানান, নির্বাচনের ভোট সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে গ্রহণ করা হয়েছে।