"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ছাওড় বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ে উক্ত কর্মসূচির আয়োজন করে বেসরকারী সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্প। সংস্থার প্রকল্প সমন্বয়কারী স্টিভ রায় রুপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল সরকার। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩জনের হাতে পুরস্কার হিসাবে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এবং সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।