logo
আপডেট : ১২ জুন, ২০২৪ ১৪:১৬
শিবগঞ্জে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বগুড়ার শিবগঞ্জ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার রেজাউল আলম জুয়েল, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফির রহমান মোস্তা, শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিক। উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ সহযোগী অধ্যাপক গাইনী ডাক্তার রাজিয়া সুলতানা, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সিনিয়র কন্সালেন্ট গাইনী ডাক্তার মাফরুহা জাহান, শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল জুনিয়ার কন্সালেন্ট গাইনী ডাক্তার রাবেয়া খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, বেলাল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, আহসান হাবিব সবুজ। কর্মশালায় অংশগ্রহণ করেন কমিউনিটি কিনিক স্বাস্থ্য কর্মী ও পরিবার কল্যাণ সহকারি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সভায় বক্তারা বলেন, সন্তান প্রসব কোন সহজ বিষয় নয়, সন্তান প্রসব বিষয়টি একটি কঠিন বিষয়। কারণ এপ্রসব কার্যক্রমে একটি নয় দুইটি জীবন মা ও শিশুর জীবনের ঝুকির সম্ভাবনা থাকে। উন্নত বিশ্বে নিজ বাড়ীতে সন্তান প্রসব কল্পনা করা যায় না। তারা সব সময় উন্নত সেবা পাবার জন্য স্বাস্থ্য সেবা কেন্দ্রে গমন করে। স্বাভাবিক প্রসব জোরদার করার লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৪ ঘন্টা ৭ দিন সর্বক্ষণিক স্বাক্ষ সেবা নিশ্চিত করার জন্য এ কর্মশালার আয়োজন করেছেন। তাই সকলকে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষে সরকারি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও যোগাগো রাখার জন্য আহ্বান জানান।