logo
আপডেট : ২৩ মে, ২০১৯ ২১:২৭
শাহীন হত্যা: ঈদের পর থেকে পরিবহন বন্ধের আল্টিমেটাম বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক কমিটির
ষ্টাফ রিপোর্টার

শাহীন হত্যা: ঈদের পর থেকে পরিবহন বন্ধের আল্টিমেটাম বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক কমিটির

বগুড়ায় এ্যাডভোট মাহবুব -উল আলম শাহীন হত্যা মামলার প্রধান  আসামী পরিবহন ব্যবসায়ী, বগুড়া জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক,ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামের জামিন শুনানীতে আইনজীবীদের অংশ  গ্রহণ না করায় ঈদের পর দিন থেকে কোন গাড়ি না চালানোর আল্টিমেটাম দিয়েছে বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে  বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ  সম্মেলনে এ ঘোষণা করা হয়েছে।  বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক  আব্দুল মান্নান আকন্দ এ ঘোষনা দেন।

সংবাদ  সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এই স্বাধীন বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার থেকে আজ আমরা বঞ্চিত। কয়েকদিন আগে একজন আইনজীবী পরিবহন ব্যবসায়ী পৌর কাউন্সিলর আমিনুল ইসলামের জামিন শুনানীতে অংশ নিতে আদালতে যান। এ সময় বগুড়া বার সমিতির কয়েকজন আইনজীবী ওই আইনজীবীকে আদালত থেকে মারপিট করে বের করে দেন। আইনজীবীদের এহেন আচারণে আমরা পরিবহন ব্যবসায়ীরা অত্যন্ত মর্মাহত হই এবং প্রতিনিয়ত সাধারণ মালিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছি। তিনি আরো বলেন এড. শাহীন একজন ভূমি দস্যু। একজন ভূমি দস্যু’র সঙ্গে পরিবহন ব্যবসায়ীর কথা কাটাকাটি হয় বা অন্য কোন ঘটনা ঘটে তাহলে দেশের আইনজীবীরা কোন পক্ষ নিবে। আইনজীবীদের কাছে কি নিরপেক্ষ শব্দের কোন মূল্য নেই। আইনজীবীদের এহেন আচরণে আমরা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ জরুরী বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, “বগুড়া বার সমিতি যদি তাদের অন্যায় আচরণ থেকে নিজের গুটিয়ে না নেন” তবে আমরা ঈদুল ফিতরের পরদিন থেকে কোন পরিবহণ ব্যবসায়ী যেমন ট্রাক, বাস, পিকআপ, সিএনজি ও প্রাইভেট গাড়ির শ্রমিকবৃন্দ আমরা তাদের ব্যবসা যথা মালিক তার গাড়ি চালাবেন না এবং পরিবহন শ্রমিক তার কর্মস্থলে যাবে না। অর্থাৎ বগুড়া থেকে জেলা আন্তজেলা অথবা উপজেলা রুটেও কোন গাড়ী চালানো হবে না।

উল্লেখ্য-বিএনপি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরিবহণ ব্যবসায়ী এ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন গত ১৪ এপ্রিল রাতে খুন হন। ওই  ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করে। বগুড়া এ্যাডভোকেট বার সমিতির রীতি অনুয়ায়ী কোন আইনজীবী হত্যাকান্ডের শিকার হলে কোন আইনজীবী আসামীর পক্ষে আইনী সহযোগিতা দিবেন না। ওই সিন্ধান্তে প্রেক্ষিতে এাডভোকেট শাহীন হত্যার মামলার আসামীদেরকেও আইনী সহযোগিতা দিচ্ছেন না। এ ঘটনার জেরে পরিবরণ মালিক শ্রমিকরা পাল্টা ব্যবস্থা গ্রহন করেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির নেতৃনৃন্দ।