logo
আপডেট : ৫ জুলাই, ২০২৪ ১৩:২১
সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ইং অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে ওই এ্যাম্বুলেন্সটি কেনা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালর চত্বরে ওই এ্যা¤ু^লেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার।

 এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.  নুর-ই-আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী প্রমুখ বক্তব্য রাখেন।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর সদস্য  মো. সাবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা,  ইউপি সচিব মো. ফেরেজুল শাহ, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার জানান, ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ ইং অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়। ইউনিয়নবাসী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। যাতে করে ইউনিয়নের যে কোন  ধরনের অসুস্থ মানুষজন এ্যাম্বুলেন্সটির মাধ্যমে দ্রুত নিকটস্থ হাসপাতালে পৌঁছে জরুরী চিকিৎসা সেবা নিতে পারেন। এ্যাম্বুলেন্সটির সেবা  নিয়ে আমার ইউনিয়নবাসী অনেক উপকৃত হবেন বলে আমি বড় আশাবাদী ।