আপডেট : ১ আগস্ট, ২০২৪ ১৫:১৪
হিলি চেকপোস্টে বিজিবি কর্তৃক দুই আনসার সদস্য লাঞ্ছিত ও জিম্মি
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর অবৈধ মালামাল আটককে কেন্দ্র করে সীমান্তের বিজিবি ও কাস্টমসের আনসার সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুই আনসার সদস্যকে কাস্টমস অফিস থেকে লাঞ্ছিত করে তুলে নিয়ে ৩ ঘণ্টা আটকে রাখার অভিযোগ বিজিবির বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শেষে বিজিবি কর্মকর্তা বলছেন দুই বাহিনীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। তবে আনসার কর্মকর্তা বলছেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়।
বুধবার বিকেলে হিলি চেকপোস্টে বিজিবি কর্তৃক কত্যর্বরত দুই আনছার সদস্যকে লাঞ্ছিত করে ৩ ঘন্টা জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে।
আনসার, কাস্টমস, বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতীয় এক পাসপোর্ট ধারী যাত্রী বিজিবি'র তল্লাশি চৌকি পেরিয়ে কাস্টমসে প্রবেশের মাঝামাঝি স্থানে পৌছিলে তার সঙ্গে থাকা মালামালগুলো মাটিতে রাখা হয়। এমন সময় কত্যর্বরত এক আনসার সদস্য মালামালগুলো কাস্টমসে নিয়ে আসার উদ্যোগ নিলে সেখানে কত্যর্বরত বিজিবি সদস্যরা মারমুখী হয়ে উঠে। এসময় ওই আনসার সদস্যকে লাঞ্ছিত করে পরবর্তীতে তাকেসহ দুইজনকে তুলে নিয়ে গিয়ে বিজিবি ক্যাম্পে জিম্মি করে রাখা হয়।
পরে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মেহেরুবা আক্তার, জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ ও হিলি কাস্টমসের সহকারী কমিশনার নারগিস আক্তারের উপস্থিতিতে কাস্টমসের ব্যাগেজ শাখায় এক জরুরী বৈঠকে বসেন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জিম্মি দুই আনসার সদস্যদের ফিরিয়ে দেয় বিজিবি ।
হাকিমপুর (হিলি) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেরুবা আক্তার জানান, বিজিবি সদস্যরা আমার দুই আনসার সদস্যকে তুলে নিয়ে গিয়েছিলো। একটি শৃঙ্খলা বাহিনীর কখনোই এটি কাম্যনয়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সব জানিয়েছি। তাঁরা ব্যবস্থা নিবেন।
জয়পুরহাট ২০বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, কাস্টমসের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিলো সেটি মিটে গেছে। তবে দুই আনসার সদস্যদের লাঞ্ছিতর পর জিম্মি করার বিষয়টি তিনি এরিয়ে জান।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামাল পাশা জানান, দুই বাহিনির মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা সিসিটিভির ফুটেজ দেখে তা সমাধান করেছি ।
দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট হাসান আলী জানান, দুই বাহিনির মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি মিটে গিয়েছে।