logo
আপডেট : ১ আগস্ট, ২০২৪ ১৫:৩২
সৈয়দপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে জামায়াত-বিএনপির নাশকতা, নৈরাজ্য ও নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গত মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা।

ওই দিন সন্ধ্যায়  শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিরে অংশ গ্রহনকারী আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অপশক্তি জামায়াত-শিবির নিষিদ্ধসহ বিএনপি-জামায়াতের নাশকতা ও  নৈরাজ্যের বিরুদ্ধে নানা  শ্লোগান দেয়। মিছিল  শেষে শহরের পাঁচমাথা  মোড় বঙ্গবন্ধু চত্বরের ট্রাফিক  পুলিশ বক্সের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা  শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক, পৌর মহিলা লীগের সভাপতি  ও পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, আওয়ামী লীগ নেতা ও নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. শাহনেওয়াজ  হোসেন শানু, কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সবুর, আলম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ সোহাগ, পৌর মৎস্যজীবী লীগে সভাপতি ঈশা মিঠু, পৌর ছাত্র লীগ সভাপতি সিফাত সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে জামায়াত-বিএনপি নাশকতার মাধ্যমে দেশের শত শত  কোটি টাকার  সরকারি সম্পদ ধ্বংস করেছে। তারা নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শান্তির শহর সৈয়দপুরে যারা আন্দোলনের নামে বঙ্গবন্ধুর ম্যুর‍াল ভেঙ্গে  ফেলাসহ পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ট্রাফিক পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন জ্বালিয়েছে তারা সবাই চিহ্নিত। সেই সঙ্গে বিএনপি জামায়াতের মদদে নৈরাজ্য চালানো ওই সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশের প্রতি আহবান জানান। স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন বিএনপি জামায়াতকে আর কোন ছাড় নয় এবং তাদেরকে রাজপথে মোকাবেলার অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা।   আর এ জন্য আওয়ামী লীগ ও দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের  সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বক্তারা দেশজুড়ে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের  গ্রেপ্তারসহ দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।