জঙ্গল ছেড়ে সোজা এসে পড়েছিল তাজমহল চত্বরে। ঘাপটি মেরে পড়েছিল পার্কিং লটে। তবে অঘটন ঘটার আগেই উদ্ধার করা গেছে ৯ ফুটের বিশাল একটি পাইথনকে।শনিবার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তাজমহল চত্বরে। আগরা পুলিশ সূত্র জানিয়েছে, তাজমহলের পশ্চিম দিকে পার্কিং লটের কাছে নির্মাণকাজ চলছিল। দুপুরের দিকে কয়েকজন নির্মাণকর্মী বাড়ি গিয়েছিলেন। ফিরে এসে কাজে যোগ দিতে যাওয়ার সময় সাপটির ওপর নজর পড়ে তাদের।
তাজমহল সংলগ্ন যমুনা নদীর তীরে অবস্থিত জঙ্গলে নানারকমের বন্যপ্রাণীর বাস। সেখান থেকেই সাপটি তাজমহল চত্বরে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনিতে পাইথনের বিষ নেই, তবে কামড়ালে গুরুতর জখম হওয়ার আশঙ্কা থাকে। তাই নিজেরা ব্যবস্থা না নিয়ে তাদের খবর দেওয়ায় ওই নির্মাণকর্মীদের প্রশংসা করেছেন স্থানীয় কর্মকর্তারা।