logo
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৩৫
৮ বছর পর হোটেল ষ্টার ও আবাসিকের মালিকানা দখলে নিলেন মালিক পক্ষ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

৮ বছর পর হোটেল ষ্টার ও আবাসিকের মালিকানা দখলে নিলেন মালিক পক্ষ

দীর্ঘ আট বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের ঐতিহ্যবাহী হোটেল ষ্টার ও হোটেল ষ্টার আবাসিকের মালিকানা দখলে নিয়েছেন প্রয়াত হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা। গত রোববার দুপুরে ষ্টার পরিবারের সদস্যরা দুটি হোটেল দখলে নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ২০১৬ সালে ওসমান গণীকে এলাকা ছাড়া করে তাঁর ছেলে এস এম জুয়েলের আপ্রকাশি এনজিও’র পাওনাদার নারীরা হোটেল ষ্টার এবং এলাকার অটোরিক্সা শ্রমিক নেতা নুর ইসলাম ষ্টার আবাসিকের দখল করে নেয়।

প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বলেন, তাঁর ছোট ভাই এস এম জুয়েল সান্তাহারে আপ্রকাশি নামের একটি এনজিও খোলেন। পরবর্তিতে পাওনাদারদের টাকা দিতে না পেরে সে এলাকা ছেড়ে চলে যায়। পাওনাদাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে হামলা চালায় এবং কিছু নারীর সহযোগীতায় হোটেল দখলে নেয়। পরে সান্তাহার শহরের এক শ্রমিক নেতা নুর ইসলাম একই ভাবে আমাদের ষ্টার আবাসিক হোটেল দখল করে নেয়। কিছুদিন পর নওগাঁ শহরের আওয়ামীলীগ নেতা ফিরোজ হোসেন রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহয়তায় জাল লাইসেন্স তৈরী করে হোটেল ষ্টার তাঁর দখলে নিয়ে ব্যবসা শুরু করেন।

সম্প্রতি মহামান্য হাইকোট বিভাগ বাবার নামের লাইসেন্স আমাদের ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে। সেই মোতাবেক আমরা আমাদের নিজের তৈরী হোটেল দখল নিয়েছি। তিনি বলেন, আশা করি বর্তমান সরকার এবং এলাকার জনগন আশাদের সাহায্যে করবেন। বিষয়টি নিয়ে ফিরোজ হোসেন ও নুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের দুজনার ফোনই বন্ধ পাওয়া যায়।