logo
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৮
পোরশায় বিএনপি নেতা তৌফিকুর রহমানের সংবাদ সম্মেলন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

পোরশায় বিএনপি নেতা তৌফিকুর রহমানের সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রমুলক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত দুইটি পত্রিকায় “পোরশায় ৬ কৃষকের জমি দখলে নিল বিএনপি নেতা” শিরোনামে এবং “বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত খবরটি তার দৃষ্টিগোচর হওয়ায় এই সংবাদ সম্মেলন করেন। পত্রিকা দুটিতে প্রকাশিত সংবাদে তার নাম দিয়ে জমি দখলের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাহা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী বলেন, ওই জমিগুলোর প্রকৃত মালিক তিনি নিজে। তার ঐ জমিগুলোর সকল কাগজপত্র রয়েছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ সরকার গঠন করার সাথে সাথেই সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় পোরশা সদরের সাব্বির হামজা চৌধুরীসহ আওয়ামী লীগের লোকজন তার ও তার চাচার মোট ৫শ বিঘা জমি জোর করে দখল করে নেয়। জমি দখলের পাশাপাশি এই ১৫বছরে তার বিরুদ্ধে অর্ধশতাধীক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে এসেছে আওয়ামী সরকার। ৫ই আগষ্ট সরকার পতনের পর ঐ জমি দখলকারী ও মামলাবাজরা আত্মগোপনে যায়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আমির হামজা চৌধুরী একজন আওয়ামী লীগের অর্থদাতা। তার বাসায় বসে আমার বিরোধীপক্ষ পোরশা উপজেলা বিএনপির দাবীদার মোজাম্মেল হক শাহ্ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলি করে আসছেন। আমি বা আমার কোনো লোকজন এ উপজেলার কোথাও জমি দখল করেনি। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এবং এ উপজেলায় আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী ও সাব্বির হামজা চৌধুরী স্থানীয় কিছু কৃষককে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ  করেছেন। রাজনীতিতে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্ঠা করছেন তারা। তিনি মোজাম্মেল হকের এই নোংরা রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে তার বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ এনে পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন।