logo
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:১৫
সৈয়দপুরে ফেনসিডিলসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে ফেনসিডিলসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নীলফামারীর সৈয়দপুরে  পাঁচ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তিনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত মঙ্গলবার গভীর রাতে শহরের নিমবাগান এলাকায় একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ওই পরিমাণ ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,  মো. আসাদ (৩০), মো. ইরফান (২৫)ও মো. রিফাত হোসেন (১৮)। এদের মধ্যে রিফাত হোসেন সরকারি চাকরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে দাবি করে আসছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নিমবাগান এলাকার মো. তানভীরের ছেলে আসাদ (৩০) ও মো. ইরফান আলী (২৫) এবং একই এলাকার মো. মর্তূজার ছেলে রিফাত হোসেন (১৮)।  তারা দীর্ঘদিন যাবৎ  এলাকায় নানা রকম মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। এ নিয়ে এলাকার লোকজন অনেকবার তাদের সর্তকও করেন। কিন্তু তারা কারো কথায় কোন রকম কর্ণপাত করছিল না। এ অবস্থায় মাদকসহ হাতেনাতে আটকের জন্য বেশকিছু দিন যাবৎ তাদের অনুসরণ করে আসছিলেন এলাকার লোকজন। ঘটনার দিন গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উল্লিখিতরা দুইটি মোটরসাইকেল নিয়ে শহরের নিমবাগান মোড় এলাকায় অবস্থান করছিল।

এ সময়  তাদের গতিবিধি দেখে সেখানে (নিমবাগান মোড়) থাকা এলাকার লোকজনের মনে সন্দেহের উদ্রেক হয়। পরে তাদের (আসাদ, ইরফান ও রিফাত) সঙ্গে থাকা দুইটির মধ্যে একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা পাঁচ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত এলাকাবাসী  ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায় জড়িত থাকায় তাদের গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

কয়েকজন এলাকাবাসী না প্রকাশ না করা শর্তে অভিযোগ করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় ফেন্সিডিল, ইয়াবাসহ মাদক ব্যবসায় জড়িত। এ নিয়ে তাদের বহুবার সর্কত করা হলেও তারা এলাকাবাসী কথা কোন রকম কর্নপাত করেনি। উপরন্ত তারাই এলাকার  বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে যখন তখন অপমান, অপদস্থ করাসহ নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এ বিষয়ে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন জানান, শহরের নিমবাগান মোড় এলাকায়   পাঁচ বোতল ফেনসিডিলসহ তিনজনকে হাতেনাতে আটকের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।