আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০৩
পোরশা সীমান্তে স্থানীয়দের সাথে বিজিবির মতবিনিময়
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সাথে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শনিবার সকাল সাড়ে ৭টায় নিতপুর পুরাতন বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃত্বদেন ১৬ বিজিবি’র নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুনসেদ আলী। মতবিনিময় সভায় বাংলাদেশীদের ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ রোধ, চোরাচালান বন্ধ, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের সহযোগীতা কামনা করেন বিজিবি। এসময় নিতপুর ইউপির ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম ও আমিনুল ইসলাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।