logo
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫১
বগুড়ার ওয়াইএমসিএ শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিস্থিতির নিরসনকল্পে আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ার ওয়াইএমসিএ শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিস্থিতির নিরসনকল্পে আলোচনা সভা

বগুড়া শহরের সকল চার্চ, খ্রীষ্টান প্রতিষ্ঠানের প্রতিনিধি, খ্রীষ্টান সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ বগুড়া ওয়াইএমসিএ এর বোর্ড অব ডিরেক্টরস’র সদস্যদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি মিসেস অর্পনা প্রামানিক। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন সংস্থার প্রধান নির্বাহী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিতিশীল পরিস্থিতির নিরসনকল্পে সকলের মতামত ও পরামর্শ তুলে ধরার জন্য অনুরোধ করেন।

আলোচনা সভায় মতামত ও পরামর্শ দেয়াকালে বক্তারা বলেন, বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন কর্তৃক এটি আয়মুলক কার্যক্রম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বিবেচনায় নিয়ে পরিচালিত করে আসছে। আয় দিয়ে সংস্থার নিজস্ব ব্যবস্থাপনাসহ সদস্য ভিত্তিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংস্থাটির তিনতলা ভবনসহ .৮৯ শতক জায়গা ক্রয় করে নিজস্ব ভবনে বিভিন্ন সদস্য ভিত্তিক সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করে আসছে। সংস্থা দ্বারা পরিচালিত বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সংস্থার বোর্ড অব ডিরেক্টরস।

বোর্ড অব ডিরেক্টরসগণের সিদ্ধান্তে এটি বিষেশায়িত প্রতিষ্ঠান হিসেবে স্কুল কমিটি গঠন করেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে। যেহেতু এটি আন্তর্জাতিক যুব সংগঠন ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন। এটি দেখভাল করার ক্ষমতা তারাই সংরক্ষণ করেন। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজকে যারা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাবার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে হবে। বক্তব্য রাখেন, মিঃ ডোনাল্ড দাস প্রশাসনিক কর্মকর্তা আমেরিকান চা্ের্চ্চস অব গড মিশন বগুড়া, ডাঃ সুপ্রতীক ঘাগ্রা হাসপাতাল পরিচালক বগুড়া খ্রীষ্টিয়ান হাসপাতাল, সৌরভ বিশ্বাস কার্যনির্বাহী সদস্য বগুড়া ওয়াইএমসিএ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মিঃ আন্দ্রিয় উদ্ধার মল্লিখ পালক, সেন্ট মেরিজ চার্চ বগুড়া, মিঃ গিলবার্ট মৃধা পালক বগুড়া খ্রীষ্টিয় মন্ডলী, মিঃ ডেনিশ সরকার পালক এজি চার্চ বগুড়া, মিঃ এঞ্জেলো পালমা সেক্রেটারী প্রতিনিধি ক্যাথলিক চার্চ বগুড়া, ডাঃ সুদীপ্ত দেওয়ারী প্রতিনিধি ফেলোশীপ চার্চ, বগুড়াসহ বগুড়া ওয়াইএমসিএ ও বগুড়া এয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ-এর খ্রীষ্টিয়ান কর্মী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের খ্রীষ্ট ভক্তবৃন্দ।